আপনারা অনেকেই ভালো ডোমেইন হোস্টিং কিনতে চান। কিন্তু দেখা যায় যে মাস্টারকার্ড না থাকার কারনে কিনতে পারেন না।
চিন্তার কোনো কারন নেই, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য ভালো ডোমেইন, হোস্টিং কিনতে পারবেন বিকাশ, রকেট অথবা নগদ একাউন্ট দিয়ে।
দেখুন ডোমেইন হোস্টিং কেনার সময় আপনার উচিৎ বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে কেনা। তা নাহলে দেখা যাবে আপনার ওয়েবসাইট টি যখন বড় হবে তখন সেটি আপনার ঐ হোস্টিং কোম্পানি নিয়ে যাবে।
এমন অনেক ঝামেলায় অনেকেই পরেছেন এর আগে। তাই তাদের থেকেই ডোমেইন হোস্টিং কেনা উচিৎ যাদের কাস্টমার সার্ভিস এবং হোস্টিং এর পারফোমেন্স যথেষ্ট ভালো।
বাংলাদেশে ভালো হোস্টিং প্রোভাইডার খুবই কম আবার দেখা যায় দামও খুব চড়া।
অনেক রিসার্চ ও ওয়েবসাইট বানানোর পর, আমি আপনাদের সাজেস্ট করব Exonhost থেকে ডোমেইন হোস্টিং কিনতে। কারন তারা সবচেয়ে কম দামে বেস্ট সার্ভিস দিচ্ছে।
তাদের ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টিও আছে, তাহলে ভয় কিসের।তারা ২০০৯ সাল থেকে এই ব্যবসায় আছে এবং বর্তমানে বাংলাদেশের টপ হোস্টিং প্রভাইডার তারাই।
Exonhost আপনাদের দিচ্ছে,
এবার তাদের হোস্টিং সার্ভিস নিয়ে একটু বলি, ২৪৫ টাকার (মাসিক) হোস্টিং এ আপনি যা যা পাবেন।
এছাড়াও আরও অনেক সুবিধা আছে, আমি নিজে দুটি ওয়েবসাইট হোস্ট করেছি তাদের এখানে এবং তাদের হোস্টিং এর স্পিড এবং পার্ফোমেন্স খুবই ভালো এবং উন্নত।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে একসাথে পুরো বৎসরের পেমেন্ট করতে হচ্ছে না। আমি মাসে মাসে একটু একটু করে পেমেন্ট করতে পারছি, এটা সত্যিই খুব বড় সুবিধা।
বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমি বলব পুরো বৎসরের জন্য হোস্টিং না কিনে মাসে মাসে পে করতে। কারন এতে করে কাজের উপর ফোকাস থাকে এবং এটি আপনাকে কাজ করতে আরো উদ্যোগী করে তুলবে।
তবে আপনি চাইলে পুরো বৎসরের পেমেন্ট একই সাথে করে ফেলতে পারেন, এতে আপনি এক্সট্রা ১৫% ডিসকাউন্ট ও পাবেন। ডোমেইন হোস্টিং কিনতে ভিজিট করুন এই লিংক থেকে।
অনেকেই Exonhost থেকে ডোমেইন হোস্টিং কিনতে গিয়ে কিছু সমস্যার মুখে পরেছেন কারন আপনারা জানেন না ডোমেইন কেনার প্রসেসটা কি।
আজকের এই পোস্টে আমরা আপনাদের এই ডোমেইন কেনার প্রসেসটি দেখাব এবং এটি খুবই সহজ আর সবথেকে বড় কথা আপনি বিকাশের মাধ্যমেই আপনার পেমেন্ট করতে পারবেন।
তো শুরু করা যাক,
প্রথমেই আপনাকে এ যেতে হবে Exonhost এর ওয়েবসাইট এ, তারপর সেখানে “DOMAIN” লেখা অপশন এ ক্লিক করুন।
আপনি যদি হোস্টিং কিনতে চান তাহলে “HOSTING” লেখা টিতে ক্লিক করবেন।
তারপর আপনারা একটি সার্চবার দেখতে পাবেন, সার্চবারে আপনারা যেই ডোমেইনটি কিনতে চান তার নাম লিখে সার্চ করে দেখুন তা এভেলেবল কিনা, যদি তা এভেলেবল না হয় তাহলে অন্য নাম সার্চ করে দেখুন।
তারপর যদি আপনার পছন্দের ডোমেইন টি এভেলেবল দেখায় তাহলে Add to chart এ ক্লিক করবেন আর তারপর সেখানেই দেখবেন Checkout লেখা দেখাবে, তখন checkout এ ক্লিক করবেন।
তারপর আপনার নাম, ঠিকানা, ইমেইল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করবেন।
সব হয়ে গেলে Complete Order এ ক্লিক করবেন।
এরপর আপনাকে বিকাশে পেমেন্ট করার সব অপশন গুলো দেখানো হবে, ওখানেই সব বলা আছে।
পেমেন্ট হয়ে গেলেই আপনার ডোমেইন/ হোস্টিং কেনা হয়ে গেছে, একটা ইমেইল চলে যাবে আপনার ইমেইল আইডি তে।
এরপর আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ড্যাশবোর্ড থেকে সব কিছু দেখতে পারবেন।
আর সবশেষে whois.com এ গিয়ে আপনি দেখতে পারবেন আপনার ডোমেইনটি আপনার নামে রেজিঃ করা হয়েছে কিনা।
এরপরেও যদি কোনো প্রশ্ন বা কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্স এ গিয়ে কমেন্ট করে ফেলুন। ধন্যবাদ।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
NICE