এক কাপে কত আউন্স ধরে এই প্রশ্নটি অনেকেরই, সাধারণত এক কাপে ৮ আউন্স ধরে। তবে এটা নির্ভর করে কাপের আঁকার ও বস্তুর ঘনত্বের উপর।
আমরা রান্নাঘরে বিভিন্ন পরিমাপের একক ব্যবহার করি, তার মধ্যে আউন্স একটি। আউন্স হল একটি ইংরেজি পরিমাপের একক যা ভর নির্নয়ের জন্য ব্যবহৃত হয়।
এক কাপে কত আউন্স ধরবে এটা নির্ভর করে কাপের আকার এবং বস্তুর ঘনত্বের উপর। তবে গড়ে এক কাপে ৮ আউন্স ধরে।
কাপের আকারও বিভিন্ন রকম হতে পারে। একটি ছোট কাপের আয়তন একটি বড় কাপের চেয়ে কম হবে। তাই, ছোট কাপে আউন্সের পরিমাণ কম হবে।
সামগ্রীর ঘনত্বও আউন্সের পরিমাণকে প্রভাবিত করে। ঘনতর সামগ্রী কম আয়তনে বেশি আউন্স ধরে। উদাহরণস্বরূপ, এক কাপ জলে আউন্সের পরিমাণ এক কাপ পানিতে ৮ আউন্স হবে। তবে, এক কাপ চিনিতে আউন্সের পরিমাণ এক কাপ পানিতে ৮ আউন্সের চেয়ে কম হবে।
বিভিন্ন খাবারের জন্য আউন্সের পরিমাণ আলাদা হতে পারে। কিছু খাবারের জন্য আউন্সের পরিমাণ নিম্নরূপ:
নাম | পরিমাণ |
চাল | ১ কাপে ৭.৫ আউন্স |
ডাল | ১ কাপে ৭.৫ আউন্স |
আলু | ১ কাপে ৬.৭ আউন্স |
মাংস | ১ কাপে ৭.৫ আউন্স |
শাকসবজি | ১ কাপে ৫.৫ আউন্স |
ফল | ১ কাপে ৭.৫ আউন্স |
আপনি যদি আউন্স থেকে কাপে রূপান্তর করতে চান, তাহলে নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করতে পারেন:
কাপ = আউন্স / ৮
উদাহরণস্বরূপ, যদি আপনি জানতে চান যে ১০ আউন্স কত কাপ, তাহলে আপনি নিম্নলিখিত হিসাবটি করতে পারেন:
কাপ = ১০ / ৮
কাপ = ১.২৫
অর্থাৎ, ১০ আউন্স এক কাপ এবং ১/৪ কাপের সমান।
সাধারণত কঠিন পদার্থে ১ আউন্স সমান প্ৰায় ২৮.৩৫ গ্রাম ও তরল পদার্থে প্ৰায় ২৮.৪৩ ঘন সেন্টিমিটার। তবে এটা বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে। নিচে আউন্স থেকে গ্রামের একটি তালিকা দেয়া হল,
১ আউন্স | ২৮.৩৫ গ্রাম |
২ আউন্স | ৫৬.৭ গ্রাম |
৩ আউন্স | ৮৫.০৫ গ্রাম |
৪ আউন্স | ১১৩.৪ গ্রাম |
৫ আউন্স | ১৪১.৭৫ গ্রাম |
৬ আউন্স | ১৭০.১০ গ্রাম |
৭ আউন্স | ১৯৮.৪৫ গ্রাম |
৮ আউন্স | ২২৬.৮ গ্রাম |
৯ আউন্স | ২৫৫.১৫ গ্রাম |
১০ আউন্স | ২৮৩.৫ গ্রাম |
লেখাটি আপনার উপকারে আসলে অবশ্যই কমেন্ট এ Thanks লিখতে ভুলবেন না।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।