এবার জানব সঠিকভাবে বয়স বের করার নিয়ম সম্পর্কে। এখানে আমরা বয়স বের করার সহজ পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জানব কয়েকটি উদাহরণ এর মাধ্যমে। আশাকরি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে।
বয়স বের করার সহজ পদ্ধতি হল, বর্তমান সাল থেকে আপনার জন্মসাল বিয়োগ করা, এই বিয়োগফলই আপনার বর্তমান বয়স। ধরুন আপনার জন্ম ২০০০ সালে হয়েছে আর এখন ২০২৫ সাল চলছে। তাহলে আপনার প্রাথমিক বয়স হলোঃ (২০২৫ - ২০০০) = ২৫ বছর।
বয়স বের করার সহজ নিয়ম: হল বর্তমান তারিখ থেকে আপনার জন্ম সাল বিয়োগ করে তার ফলাফল বের করা।
দিন মাস বছর বের করার নিয়ম টি শিখে রাখুন। নিচের উদাহরণ টি থেকে খুব সহজেই বের করতে পারবেন এভাবে,
যখন বর্তমান তারিখ থেক জন্মদিন ও মাস ছোট।
মনেকরি, আপনার জন্ম ২০/০১/২০০০ ইং তারিখে এবং আপনি ৩০/০২/২০২৫ ইং তারিখে আপনার বয়স কত তা বের করতে চান। তাহলে আপনার বয়স হবে,
৩০ দিন ০২ মাস ২০২৫ বছর
(-)২০ দিন ০১ মাস ২০০০ বছর
= ১০ দিন ০১ মাস ২৫ বছর
দিন মাস বছর হিসাব: করার ২য় উদাহরণ, আগের উদাহরণ ও এই উদাহরণ টি বুঝতে পারলে নিজেই করতে পারবেন আপনার বয়সের দিন মাস বছর হিসাব।
যখন বর্তমান তারিখ থেক জন্ম দিন বড় ও জন্ম মাস ছোট।
মনেকরি, আপনার জন্ম ২০/০১/২০০০ ইং তারিখে এবং আপনি ১০/০২/২০২৫ ইং তারিখে আপনার বয়স কত তা বের করতে চান। তাহলে আপনার বয়স হবে,
১০ দিন ০২ মাস ২০২৫ বছর
(-)২০ দিন ০১ মাস ২০০০ বছর
= ২০ দিন ০ মাস ২৫ বছর
যেহেতু, এখানে জন্ম দিন থেকে বর্তমান দিন ছোট তাই আমরা আমাদের হিসাবকৃত মাস থেকে এক মাস কমিয়ে সেই এক মাস = ৩০ দিন উপরের ঐ ১০ দিনের সাথে যোগ করেছি, তাহলে উপরে (১০ দিন+৩০ দিন =৪০ দিন) হল। তাই ফলাফলে মাসের স্থানে ০১ থাকার পরিবর্তে ০ মাস আছে, এবং উপরের ৪০ দিন থেকে ২০ দিন বিয়োগ করার ফলে আমাদের বর্তমান বয়স বের হল, ২০ দিন ০ মাস ২৫ বছর।
যখন বর্তমান তারিখ থেক জন্ম দিন ও জন্ম মাস বড়।
মনেকরি, আপনার জন্ম ২০/০৩/২০০০ ইং তারিখে এবং আপনি ১০/০২/২০২৫ ইং তারিখে আপনার বয়স কত তা বের করতে চান। তাহলে আপনার বয়স হবে,
১০ দিন ০২ মাস ২০২৫ বছর
(-)২০ দিন ০৩ মাস ২০০০ বছর
= ২১ দিন ১০ মাস ২৪ বছর
যেহেতু, এখানে জন্ম মাস থেকে বর্তমান মাস ছোট তাই আমরা আমাদের হিসাবকৃত বয়স ২৫ বছর থেকে ১ বছর কমিয়ে সেই ১ বছর= ১২ মাস বর্তমান মাসের সাথে যুক্ত করেছি। সুতরাং এখন বয়স ২৪ বছর, এবংবর্তমান মাস (০২+১২)=১৪ থেকে ০৩ মাস বাদ দিয়ে ফলাফল বের হল ১১ মাস।
কিন্তু যেহেতু, এখানে জন্ম দিন থেকে বর্তমান দিন ছোট তাই আমরা আমাদের হিসাবকৃত মাস থেকে এক মাস কমিয়ে (১১ মাস থেকে ০১ মাস বিয়োগ করে) সেই এক মাস = ৩০ দিন উপরের ঐ ১০ দিনের সাথে যোগ করেছি, তাহলে উপরে (১০ দিন+৩০ দিন =৪০ দিন) হল। তাই ফলাফলে মাসের স্থানে ১১ থাকার পরিবর্তে ১০ মাস আছে, এবং উপরের ৪০ দিন থেকে ২০ দিন বিয়োগ করার ফলে আমাদের বর্তমান বয়স বের হল, ২০ দিন ১০ মাস ২২ বছর।
বয়স বের করার ক্যালকুলেটর একটি অনলাইন টুল যার মাধ্যমে আপনি নিজের বয়স নির্ভুল ভাবে গননা ও বের করতে পারবেন।
বয়স ক্যালকুলেটর দিয়ে, আপনাকে ম্যানুয়ালি কারো বয়স গণনা করতে হবে না। আপনি শুধু যার বয়স বের করবেন তার জন্ম তারিখ এবং বর্তমান তারিখ, এগুলো বয়স ক্যালকুলেটরে ইনপুট করবেন।
বয়স ক্যালকুলেটর বাকি কাজ করবে, এবং আপনি একদম সাথে সাথেই বয়স বের করে ফেলতে পারবেন। এই বয়স বের করার ক্যালকুলেটর টি আপনাকে আপনার বয়স কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন সব কিছু বলে দিবে একদম নিখুঁত ভাবে।
চাকরির বয়স বের করার নিয়ম হচ্চে বর্তমান তারিখ থেকে আপনার চাকরিতে জয়েনিং ডেট বিয়োগ করতে হবে।
আমাদের এই বয়স বের করার ক্যালকুলেটর এ জন্ম তারিখ এর জায়গায় আপনার জয়েনিং ডেট বসিয়ে দিলেই আপনার চাকরির বয়স বের হয়ে যাবে।
এটি সবচেয়ে সেরা অনলাইন বয়স ক্যালকুলেটর তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারন এই বয়স ক্যালকুলেটর ২০২৪ এ আপনি শুধু বয়স জানা ছাড়াও নিজের সম্পর্কে আরও অনেক গোপন তথ্য জেনে নিতে পারেন যা আপনাকে কেউই বলবে না।