বিড়ালের উকুন দূর করার উপায় জানতে পুরো লেখা টি পড়ুন। স্বাভিকভাবে মানুষদের মতো পশুপাখিদের দেহেও উকুনের উপদ্রব লক্ষ করা যায়। যদিও তা ভিন্ন ধর্মী বা ভিন্ন জাতের হয়ে থাকে।
আপনার পোষা বিড়ালের দেহে যদি উকুনের উপদ্রব দেখা যায় তাহলে ঘরোয়া কিছু প্রতিকারের মধ্যে এই সমস্যার সমাধান পেতে পারেন। যেমন:
অ্যাপেল সিডার ও ভিনেগার ১:১ অনুপাত কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে স্প্রের সাহায্য বিড়ালের শরীরে স্প্রে করুন। তবে লক্ষ রাখবেন স্প্রের পানি যেন বিড়ালের চামড়া পর্যন্ত পৌঁছায়। এর জন্য লোম সরিয়ে স্প্রে করতে পারেন। স্প্রে শেষে বিড়ালকে কমপক্ষে ১/২ মিনিটের জন্য রোদে রেখে দিন।
তবে খেয়াল রখতে হবে বিড়াল যেন শরীর নানা ছাড়া করতে না পারে। ১/২ মিনিট পর একটি চিকন চিরুণী দিয়ে গাঁ আঁচড়ে দিন। অ্যাপেল সিডার ও ভিনেগার যদিও উকুন মারে না তবে এরা উকুনের জন্য অসহনীয় পরিবেশ তৈরি করতে সক্ষম। ফলে উকুন এই পরিবেশে থাকতে না পেরে বিড়ালের শরীর থেকে ঝরে পড়ে। আঁচড়ানো হয়ে গেলে সাবান বা সেবলন দিয়ে গোসল করিয়ে দিন।
তবে যদি দেখেন স্প্রে করার পরেও পর্যাপ্ত উকুন ঝরছে না। তাহলে কুসুম গরম জলে অ্যাপেল সিডর ও ভিনেগার মিশিয়ে বিড়ালকে গোসল দিতে পারেন। তারপর এভাবে ১-২ মিনিটু ধরে রাখুন এবং ১-২ মিনিট পর কুসম গরম পানি দিয়ে গোসল করিয়ে নিন। গোসল শেষে হেয়ার ড্রায়ার দিয়ে গাঁ শুকিয়ে দিন। অথবা গামছা দিয়ে গা মুছে পরিষ্কার রোদ্র জায়গায় বেঁধে রাখতে পারেন। তবে ছোট বাচ্চা বিড়েলদের গোসল না দেওয়াই ভালো।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।