মেট্রোরেল অনুচ্ছেদ বাংলা রচনা টি ৩০০ শব্দ দিয়ে বানানো। এই রচনা টি class 3, 4, 5, 7, 8, 9, 10 সবার কাজে আসবে এবং ফুল মার্কস পেতে সাহায্য করবে।
Table of Contents
বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মিত হয়েছে স্বপ্নের মেট্রোরেল। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে এই মেগা প্রকল্প হাতে নিয়েছিলো সরকার।
এই প্রকল্পের ৭৫ শতাংশ অর্থ ব্যয় করছিলো জাইকা নামক সংস্থা। এবং বাকি ২৫ শতাংশ বাংলাদেশ সরকারের অর্থায়ন। ঢাকা মেট্রোরেল প্রকল্পকে বলা হয় ম্যাস র্যাপিড ট্রানজিট। সংক্ষেপে একে MRT বলা হয়।
২০১৯ সালের ১৫ অক্টোবর এমআরটি-১ নামক লাইনটির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট ৩১.২৪ কিলোমিটার পথে মেট্রোরেল নির্মিত হয়। এ প্রকল্পের মোট খরচ ধরা হয়েছিলো ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দিয়েছে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা, বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা সরকারি তহবিল থেকে। এমআরটি-১ প্রকল্পে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৬ দশমিক ২১ কিলোমিটার হয় পাতাল পথে এবং কুড়িল থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত ১১.৩৬ কিলোমিটার হবে উড়ালপথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত ৩.৬৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইনসহ ৩১.২৪ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়। এই মেট্রোরেলের ১২টি স্টেশন আছে মাটির নিচে এবং ৭টি উড়াল সেতুর ওপর।
মেট্রোরেল এর অন্যতম সুবিধা এতে যানজট থাকবে না। উড়াল সড়কের মাধ্যমে চলাচল হবে রেল। পর্যাপ্ত পরিমাণ ট্রেন থাকবে এবং স্টেশন থাকবে যার ফলে যাতায়াতে খরচ হবে স্বল্প সময়। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা সহ প্রতি ট্রেনে থাকবে মোট ৬টি বগি। মোট ১৬ টি স্টেশন থাকবে যার মাধ্যমে যাত্রী আনা নেয়াতে সুবিধা হবে। এই স্টেশন গুলো হলো-উত্তরা দক্ষিণ,উত্তরা সেন্টার,পল্লবী,আইএমটি,মিরপুর ১০,ফার্মগেট,তালতলা,কাজীপাড়া,আগারগাঁও, বিজয় সরণি,সোনারগাঁও, জাতীয় স্টেডিয়াম,জাতীয় জাজাদুঘর, দোয়েল চত্বর,বাংলাদেশ ব্যাংক।
সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া। মেট্রো রেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয় বলে জানিয়েছে।
দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা,পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা,মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা,শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা।
মেট্রোরেল বাংলাদেশের জন্য একটি মাইলফলক। স্বপ্নের এই মেট্রোরেল দেশের অগ্রগতিতে অবদান রাখবে। ঢাকা শহরের মানুষের জন্য স্বস্তির গণ পরিবহন সংযোজন করেছে এই মেট্রোরেল। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করছে এই মেট্রোরেলে।
মেট্রোরেল অনুচ্ছেদ রচনা টি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে আসলে কমেন্ট এ ধন্যবাদ লিখতে এবং রচনা টি শেয়ার করতে ভুলবেন না।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
[…] মেট্রোরেল অনুচ্ছেদ (৩০০ শব্দ) […]