আজকাল সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা সমালোচনার কোন অন্ত নেই যেন। কেউ কেউ এই সিপিএ মার্কেটিং থেকেই হাজার হাজার ডলার ইনকাম করে, আবার আরেকপক্ষের মতে সিপিএমার্কেটিংপুরোটাই ফ্রড বা ভুয়া। তো আসলে সিপিএ মার্কেটিং টা কি? কীভাবেই বা এই সেক্টর থেকে মাস শেষে একটা হ্যান্ডসাম এমাউন্ট ইনকাম করা যায়?
সিপিএ মার্কেটিং নিয়ে যে যাই ভাবুন না কেন, আজকের আর্টিকেল টি আপনাদের সবার জন্য নতুন কিছু ধারনা নিয়ে আসবে।
চলুন শুরু করা যাক, সিপিএ মার্কেটিং নিয়ে আমাদের আজকের আর্টিকেল।
সিপিএ মানে কস্ট পার একশন ( CPA : cost per action)। এই কস্ট পার একশনের কাজ টা হলো কোন ফিক্সড কাজের বিনিময়ে ফিক্সড অংকের কমিশন লাভ করা। এই ফিক্সড কাজগুলো হতে পারে, কোন ফর্ম পুরন, ই মেইল সাবমিট করা, এপ ইন্সটল করা অথবা এরকম আরো অন্যান্য। এফিলিয়েট মার্কেটিং থেকে সিপিএ মার্কেটিং এর ডিফারেন্ট একটাই, এফিলিয়েট মার্কেটিং এ প্রোডাক্ট বিক্রি করে তার কমিশন নিতে হয়।
সিপিএ মার্কেটিং এ কাজ করার জন্য কেবলমাত্র তিনটি জিনিস দরকারী। নাম্বার ওয়ান- আপনের সদিচ্ছা এবং ধৈর্য্য ক্ষমতা। নাম্বার দুই, আপ্নের কমিউটার, এবং ফাইনাল নাম্বার ইজ,ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন। তো সিপিএর কাজের ধাপ গুলো কী?
প্রথমেই, ওয়েবসাইটে কোন কন্টেন্ট এর প্রমোট লিংক করা, দ্বিতীয়ত এই লিংকের মাধ্যমে নির্দিষ্ট ভিজিটর কে টার্গেট করা এবং তাদের মাধ্যেম কোন ফিক্সড একশন করানো। ফাইনালি প্রতিটি সফল একশন এর এগেইনস্ট থেকে নির্দিষ্ট কমিশন লাভ করা।
সিপিএ কাজ এএ অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশ হলো সিপিএ নেটওয়ার্ক। বহু বাঘা বাঘা থেকে শুরু করে মিডিয়াম বা ছোট সিপিএ নেটওয়ার্ক রয়েছে দুনিয়াব্যাপি। যে কোন একটি নেটওয়ার্ক এ একাউন্ট এপ্রুভ করিয়ে কাজ শুরু করা যেতে পারে। তো, এই প্রতিটি নেটওয়ার্ক রয়েছে নানানরকম অফার,যেসব অফারের রয়েছে ভিন্ন ভিন্ন কমিশন। তো নিউবি অথবা নতুন অবস্থায় সব অফারে আপনি কাজ পাবেন না। একাউন্ট ম্যানেজার এর সাথে কথা বলে, আপনার বিস্তারিত ট্রাফিক ডিটেইলস দিয়ে আপনি যা এপ্রুভ করাতে পারেন আর কি।
সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে :
এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি।
এ ধরনের অফার গুলো হয় সাইন আপ, ইমেইল সাবমিট ইত্যাদি।
এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।
এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে। যেমন: Financial, Casual Dating, Health, and Beauty, Gaming, PIN Submit, Survey, Mobile App, Travel, Ecommerce ইত্যাদি।
Advertiser: এটা হল সেই সাইট বা ব্যক্তি যারা CPA নেটওয়ার্ক এর মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপণ দিয়ে থাকে। হতে পারে সে রিটেইলার, অনলাইন রিটেইলার অথবা মার্চেন্ট।
publisher হল সেই ব্যাক্তি যারা কমিশনের জন্য cpa থেকে কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করে, সহজ কথায় এখানে আপনি, আমিই সেই পাবলিশার।
সহজ ভাষায় আপনাকে প্রতিটা লিড এর জন্য পে করা হবে।ধরুন- আপনি কোন এডভার্টাইজার এর প্রোডাক্টের বিজ্ঞাপণ করলেন অনলাইনে ১০০ জন CANADA এর নাগরিকের কাছে। পরবর্তিতে এর মধ্যে ধরি ১০ জন নাম ও ইমেল এড্রেস দিয়েএকটি ফর্ম পুরন করল। তার মানে আপনি ১০টি লিড পেয়ে গেলেন এবং আপনাকে এই ১০টি লিডের জন্য পে করা হবে।(এক্ষেত্রে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা আবশ্যিক নয়, শুধুমাত্র রেজিষ্টেশন নয় ফরম পুরনের জন্য আপনাকে পে করা হবে).PPL Offer গুলোতে সাধারনত $.50 থেকে শুরু করে $50 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।
অনলাইনে অনেক Website বা সার্ভিস রয়েছে যেখানে সাইনাপ করতে টাকা দিতে হয়, এধরনের অফারকে বলা হয় PPS Offer। এ ধরনের অফারে আপনার এফিলিয়েট লিংক থেকে কেও সাইনআপ করলে আপনাকে কমিশন দেওয়া হবে । PPS Offer গুলোতে সাধারনত $10 থেকে শুরু করে $250 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।
১। ইন্টারনেট সম্পর্কে যার নুন্যতম জ্ঞান রয়েছ
২। যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক
৩। যিনি কম্পিউটার এ ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন প্রতিদিন
৪। যিনি লেগে থাকতে পারবেন কমপক্ষে ১ বছর
বিশ্বে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে। তবে সব সিপিএ নেটওয়ার্ক বিশ্বস্ত নয়। অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যাদের ভালো কোন অফার নেই। এখানে ভালো অফার বলতে যে অফার গুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোন সিপিএ নেটওয়ার্ক একটি অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে। কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশিদিন থাকে না। সুতরাং সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার। বর্তমানে সেরা সিপিএ নেটওয়ার্ক গুলোর মধ্যে ৩ টি নিচে উল্লেখ করা হল। এই নেটওয়ার্ক গুলোতে আপনি ইনস্টান্ট এপ্রোভাল পাবেন। এরকম কয়েকটি নেটওয়ার্ক হল
১. CPAgrip: SIGN UP
২. Adworkmedia: SIGN UP
৩. CPALead: SIGN UP
কয়েকটি মোবাইল সিপিএ নেটওয়ার্ক হলো YeahMobi, Matomy, ClicksMob, Avazu, Private, ClickDealer, GoWide, Exchange (APX),
এছাড়াও আপনারা Affpaying.com থেকে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক এর Reviews দেখে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক বাছাই করতে পারেন।
উপরে দেয়া তিনটি সিপিএ মার্কেটপ্লেস থেকে যেকোনো একটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা খুবই সহজ এবং কোনো টাকা ও লাগে না, আপনার নাম ঠিকানা ও ইমেইল আইডি দিয়েই রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইনআপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়, মানে কিভাবে আপনি তার অফারগুলো প্রমোট করবেন তার একটি বিস্তারিত বর্ণনা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা নিচে দেয়া এই লেখাটুকু কপি-পেস্ট করে দিন।
“I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos, and also advertising with PPC and PPV(bing ads, Facebook ads, and lead impact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on the Google ranking system. I will dedicate and spend a few hours of my day to achieving this. I hope to be earning from your website soon.”
যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেন। ইনসেনটিভ ট্রাফিক মানে আপনি আপনার পরিচিত মানুষদের দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা।
আপনাকে একটি ওয়েবসাইট লিংক ও দিতে হবে, সেক্ষেত্রে আপনি youtube.com দিয়ে দিতে পারেন।
সিপিএর কাজ হলো উপযুক্ত বিষয়বস্তুর উপরে কন্টেন্ট পাব্লিশ করে তার লিংক প্রমোট করা। তো কন্টেন্ট এর বিষয় বস্তু, অর্থাৎ কোন বিষয়ের উপর আপনি কন্টেন্ট লিখবেন এটা নির্ভর করবে আপনার ওয়েবসাইট তথা সাইটের নিস ( যেমন, বিউটি, কিচেন, সাজসজ্জা, টেকনোলোজি, ডেটিং কন্টেন্ট) সিলেকশন এর উপর। প্রথমেই এস ই ও অপ্টিমাইজড কন্টেন্ট পাব্লিশ করুন সাইটে, চেষ্টা করবেন সেটা যেন গুগল রেংকিং এ আসে। এরপর এই কন্টেন্ট এ কিভাবে আপনার সিপিএ অফার লিংক প্রমোট করবেন সেটা আপনার জানা লাগবে।ভালো ফলাফল এর জন্য কন্টেন্ট লিংক শেয়ার করুন ফেসবুক, টুইটার, লিংকেডিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এরকম আরো সোশ্যাল প্ল্যাটফর্মে।
তবে কাজ শুরু করতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার নেটওয়ার্ক এর কন্ডিশন গুলো জানতে হবে। লাইক, লণ্ডনের কোন ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের জন্য সিপিএ অফার চালাচ্ছে। তো এক্ষেত্রে তারা হয়তো তাদের ট্রাফিক ফিক্স করে দিবে লন্ডনেরই। কারন এর বাইরের ট্রাফিক তাদের লিংক এ যেয়ে কোন লাভ নাই। এক্ষেত্রে আপনাকে এই লিংকের ভিজিটর বা ট্রাফিক কিন্তু লন্ডনের ই দিতে হবে৷ যদি আপনি অন্য দেশের ভিজিটর দেন ও, ক্লিক আসবে অনলি কিন্তু কোন সেল ও হবেনা আপ্নিও কোন কমিশন পাবেন না।
সিপি এর পেমেন্ট ডিপেন্ড করে নেটওয়ার্ক এবং অফারের উপর। ভ্যালিড ট্রাফিক এবং ভালো অফার ঠিকঠাক নিতে পারলে মাস শেষে ভালো পেমেন্ট পাওয়া যায়। তবে বেশ কিছু সিপিএ নেটওয়ার্ক নিয়ে বেশ বিতর্ক রয়েছে, কোন ফ্রড ট্রাফিক অথবা বট পেলে পেমেন্ট ক্যানসেল সহ একেবারে একাউন্ট ব্যান করে দেওয়ার ঘটনা এ সাইটে অনেক বেশী।সিপিএর মুল কাজ লিড জেনারেট করা।আপনি যখন লিড জেনারেশন এ দক্ষ হয়ে উঠবেন, সিপিএর বাঘা বাঘা নেটওয়ার্ক আপনার জন্য একটা ভালো কমিশনের অফার নিয়ে বসে থাকবে। ভালো পেমেন্ট নির্ভর করছে আপনি কোন নেটওয়ার্ক এর অফার নিয়ে কাজ করছেন, পাশাপাশি আপনার অফার লিংক এর প্যাটার্ন এবং লিড জেনারেশন এর দক্ষতা।
আপনি আমাকে বলুন আপনার কি কোন ওয়েবসাইট/ ব্লগ/ এপ্লিকেশন আছে যেটিতে বেশ ভাল ট্রাফিক প্রতিদিন আসা যাওয়া করে? এবং আপনার কাছে কি বেশ ভালো এমাউন্টের ইমেইল লিস্ট রয়েছে? তাহলে আপনার জন্য সুখবর হলো আপনি সহজেই আপনার সাইটে সিপিএ অফার লিংক প্রমোট করে একটা ভালো এমাউন্ট এর কমিশন পেতে পারেন। যাই হোক, সিপিএ মার্কেটিং এর অন্য কিছ সুবিধাও রয়েছে।
অল্রেডি আগেই যদিও বলেছি, আবার ডেস্ক্রাইভ করি। সিপিএ কাজ করে খুব সহজভাবে। সিপিএ মুলত ইন্টারনেট এডভার্টাইজিং কোম্পানি রয়েছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির প্রসার এবং প্রচারের জন্য তাদের প্রোডাক্ট, সার্ভিস অথবা বিজনেস গুলোকে বিভিন্ন অফারের মাধ্যমে প্রমোট করে। এই কোম্পানিগুলোকেই বলা হয় এফিলিয়েট নেটওয়ার্ক অথবা সিপিএ নেটওয়ার্ক। একজন পাব্লিশার হিসেবে আপনার কাজ হলো এইসব সাইটে একাউন্ট খোলা এবং আপনার সাইটের কন্টেন্ট এখানে লিংকের মাধ্যমে প্রমোট করা।
অনেক সিপিএ নেটওয়ার্ক আছে, একাউন্ট এপ্রুভ করার জন্য তেমন কিছই লাগে না। আবার অনেক নেটওয়ার্ক আছে একগাদা ডকুমেন্টস, প্রসেস জড়িত। তবে নেটওয়ার্ক যাই হোক, সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট খোলার মুল দরকারী জিনিস হলো, আপ্নাকে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট হতে হবে।কোন ফেইক অথবা অতিরঞ্জন মার্কা তথ্য দিয়ে এইসব সাইটে একাউন্ট এপ্রুভ হয় না। সাইন আপ করার সময় এইসব সাইট এতো বেশী ইনফরমেশন নেয়, এবং প্রতিটা ইনফরমেশন একে অপরের সাথে এতো বেশী লিংকড আপ, আপনি কোন ভুল তথ্য দেওয়ামাত্র এরা বুঝে ফেলবে এবং আপনার একাউন্ট টিকে এপ্রুভের জন্য ডিনাই করে দিবে। পাশাপাশি বেশ কিছু সিপিএ নেটওয়ার্ক আছে যেখানে একাউন্ট এপ্রুভ করার জন্য ভাইবা বা ইন্টারভিউ দিতে হয়। এসব সাইট মুলত বিগেনার দের জন্য নয়। যাই হোক, চলুন কিছু টিপস দেয়া যাক দ্রুত আপনার একাউন্ট টি এপ্রুভ করার জন্য।
যখনি অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিলাপ করবেন,সমস্ত অথেনটিক নিউজ আপনাকে দিতে হবে।আপনার নাম ঠিকানা, ইমেইল, আপনার পেমেন্ট ডিটেইলস সব প্রপারলি দিবেন। একটা কথা মনে রাখবেন, সিপিএ কখনো বট বা ফেক ইমেইল এলাউ করে না৷ আপনি যদি কোন ফলস ইনফরমেশন দেন আর নেটওয়ার্ক অথোরিটি সেটা দ্রুত সরিয়ে নিবে।
সিপিএ তে অনেক কাজের সমন্বয় রয়েছে। আপনি কি কাজ করবেন, আপনার নিস অথবা কোন বিষয় নিয়ে কাজ করতে চান, সেটা আগে আপনি ফিক্সড করে নিন। এ ব্যাপারে আপনি গুগল এ সার্চ করে দেখতে পারেন। কোন নিসে কাজ করলে অথবা সিপিএর কোন সেকশনে ভালো অফার পাওয়া যায় ইত্যাদি আপনি গুগল থেকেই জানতে পারেন।
অফার লিংক প্রমোট করার জন্য মোটামুটিমানের ভালো পজিশনে থাকা একটা ওয়েবসাইট থাকা অত্যাবশ্যকীয়। যাই হোক, আপনার যদি নিজস্ব সাইট থাকে ভাল, যদি না থাকে তাহলে জলদি একটি সাইট ডেভেলপ করে নিন।আপনি আপনার নিজের ওয়েবসাইট এ সহজেই অফার মার্কেটিং করতে পারেন।
আপনি কি বিগেনার? নাকি এক্সপার্ট লেভেল? আপনি যাই হোন না কেন, যেখানেই একাউন্ট ওপেন করতে যান ন কেন আপনার নেটওয়ার্ক অথোরিটি কে জানান আপনার লেভেল সম্পর্কে। মনে রাখবেন, আপনার লেভেল অনুযায়ী একাউন্ট মেনেজার রা আপনাকে সাহায্য করবেন।বি অথেনটিক, বি রিয়েল।
যেসব নেটওয়ার্ক এ ইন্টারভিউ দিতে হয়, আপনার সাইন আপের পর তাদের ইন্টারভিউ সেশন শুরু হবে। এক্ষেত্রে একাউন্ট ম্যানেজার যাই প্রশ্ন করুক, কনফিডেন্স সহকারে সকল প্রশ্নের এক্সপ্লানেশন দিন।
একাউন্ট এপ্রুভ হবার পরের কাজ হলো একাউন্ট ম্যানেজার কে নক দিয়ে আপনার অফার এপ্রুভ করিয়ে নেওয়া। আপনার এফিলিয়েট ম্যানেজার কে আপনার অফার বিস্তারিত জিজ্ঞেস করুন, আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন। রিসার্চ করে বের করবেন কোন অফারে মানুষ ক্লিক বেশি করে এবং কোন অফারে কমিশন ও তুলনামূলক বেশী। ট্রাফিক ইন্টেরেস্ট জানতে আপনি গুগল কীওয়ার্ড প্ল্যানার এর সাহায্যে নিতে পারেন। অথবা আপনার সিলেক্টেড অফার লিখে গুগলে সার্চ দিনে, বুঝে যাবেন প্রতিদিন কি পরিমান ট্রাফিক আপনার অফারে ক্লিক করছে বা ইন্টেরেস্ট শো করছে।
এটাই সর্বশেষে টিপস আপনার সিপিএ একাউন্ট এপ্রুভ করার জন্য। মনে রাখবেন দিন যত যাচ্ছে, সিপিএ মার্কেটিং এ কম্পিটিশন তত বাড়ছে। তাই আপনি যদি ব্যাকডেটেড এর মত একই অফার নিয়ে সবসময় কাজ করেন, তাহলে আপনার অফার লিংক এ মানুষ সেভাবে আর ক্লিক করবেনা, আপ্নার ও কমিশন তেমন বাড়বেনা।
সবার প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট টপিক বেছে নিতে হবে সিপিএ অফার প্রমোট করার জন্য। এতে করে আপনি কিছু টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন এবং চাইলে নিজেও আপনার টার্গেট অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন ধরুন আপনি health and fitness টপিক নিয়ে কাজ করলেন। সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স হলো তারা যারা তাদের ওজন কমাতে চায় অথবা তাদের শরীর কে ফিট রাখতে চায়। আপনি চাইলে ফেসবুকে এই রিলেটেড একটি গ্রুপ খুলে সেখানে আস্তে আস্তে মেম্বার এড করতে পারেন এবং খুব সহজেই তাদের কাছে আপনার অফার গুলো প্রমোট করতে পারেন। যতদিন যাবে তত আপনার অডিয়েন্স ও বাড়বে এবং ইনকামও বাড়বে। এভাবেই এক্সপার্ট মার্কেটার রা এত ভালো ইনকাম করেন।
what is cpa marketing in bangla সিপিএ মার্কেটিং কি cpa মার্কেটিং কি cpa marketing কি cpa marketing bangla cpa paid marketing bangla সিপিএ মার্কেটিং cpa marketing meaning in bengali cpa marketing cpa marketing in bangla সিপিএ cpa marketing ki হোয়াট ইস সিপা মার্কেটিং cpa marketing কি? cpa মার্কেটিং cpa meaning bangla cpa ki সিপিএ মার্কেটিং কি হালাল affiliate marketing bangla pdf cpa marketing meaning সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে মার্কেটিং কাকে বলে cpa কি cpa markting মার্কেটিং কি pay per lead bangla what is cpa marketing cpa markating c p a marketing cpa marketing in bangladesh cpa marketing bd cpa paid marketing cpa marketting cpa marking digital marketing ki bangla cpa meaning সিপিএ মার্কেটিং বই pdf cpa gripe এফিলিয়েট মার্কেটিং কাকে বলে মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং swipe meaning in bengali marketing bangla সিপিএ মার্কেটিং কোর্স সিপিএ মার্কেটিং শিখুন cpa marketer cpa marketing bangla pdf cpa marketing course bangla নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে marketing bangla meaning মার্কেটিং ম্যানেজার এর কাজ কি cpa marketing bangladesh cpa marketing full form affiliate meaning in bengali what is marketing in bangla full form of cpa marketing what is cpa offers cpa junkie my cpa cpa marketin cpa markiting cpa seo what is cpa marketing bangla cpa marketing full course bangla সিপিএ মার্কেটিং বই cpa marketing bangla pdf free download মার্কেটিং প্লান কাকে বলে cpa marketing account ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে ই মার্কেটিং কাকে বলে cpa marketing full meaning cpa meaning marketing cpa marketing website bd মার্কেটিং কী ডিজিটাল মার্কেটিং শেখার বই marketing কাকে বলে ডিজিটাল মার্কেটিং কাকে বলে affpaying adworkmedia cpa এর পূর্ণরূপ কি অনলাইন মার্কেটিং কাকে বলে cpa marketing course in bangladesh thanks a lot bangla meaning shikhbo ami cpa marketing
সিপিএ মার্কেটিং সম্পর্কে আরো বিশদ জানতে আপনি গুগল, ইউটিউবে বিভিন্নভাবে সার্চ করতে পারেন। দিন দিন সিপিএ মার্কেটিং আপডেট হয়, আপনাকে নিত্যনতুন সিপিএ আপডেট সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
thanks you so mouch ..... TECHHELP
hanks you so mouch TECHHELP
ধন্যবাদ
YOu are most welcome bro
You r most welcome bro
you are most welcome
Cpa তে ফ্রি লিড নেয়ার জন্য এই বিডিও টি দেখুন ,আশা করি উপকার হবে https://bit.ly/2Sl4nbg
dhonnobad
খুব বেশিই ইচ্ছে আমার কাজ করব,,,,হেল্প পাচ্চি না,,,
অনেক কিছু জানলা, অনেক ধন্যবাদ
Thanks
লেগে থাকুন, ইনশাল্লাহ হবে
শুভকামনা
THANKS
Onek Upokrito holam vai
tnx
CPA Marketing A to Z Total in Bengali
welcome bro
welcome bro
welcome bro
thank a bunch
Thanks
You are welcome
খুব সুন্দর উপস্থাপনা আপনার.. ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য ..অনলাইনে টাকা ইনকাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচের আর্টিকেলগুলো সম্পূর্ণ পড়ুন:
ইউটিউব থেকে ইনকাম করুন কোন প্রকার ভিডিও না বানিয়েই
ব্লগিং করে টাকা আয় করুন ঘরে বসে
ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করুন
ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে টাকা আয় করার সেরা কিছু পদ্ধতি
এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন ঘরে বসেই
tnx
Cpa marketing পুরা লিংক দিতে পারবেন ভাইয়া
Thanks a lot brother
welcome brother
Thanks a lot brother, i will publish another article about advance cpa promotion.
sure.
https://detailsbd.blogspot.com/2019/10/cpa-marketing.html
অসাধারণ হইছে,,, ভাই আমি অনেক দিন দরে পরিকল্পনা করতেছি cpa digital marketing কোর্স করব।আমায় একটা ভালো কারো নাম্বার দেন যার থেকে কোর্সটা করতে পারি।01875353326
CPA মার্কেটিং শেখার ভালো কোন ইন্সটিটিউটের নাম জানতে চাচ্ছ, কোথায় থেকে শিখতে পারবো?
ভাই "প্রিলেন্সিং নাসিম" নামের একটা ইউটিব চ্যানেলে দেখলাম,,,সিপিএ মার্কেটিং নাকি বাংলাদেশ থেকে করা অনেক কঠিন?
আপনি repto.com থেকে শিখতে পারেন
আপনার লোকেশন অনুযায়ী যেখানে ভালো হয় সেখান থেকেই শিখুন। অথবা itbari.com থেকে অনলাইন কোর্স কিনে নিতে পারেন।
যে পারে তার জন্য সবই সহজ, যে পারেনা তার জন্য সবটাই কঠিন।
ধন্যবাদ আপনাকে অনেক কিছুই জ্ঞান অর্জন করলাম সিপিএ মার্কেটিং সম্পর্কে।
অনেক ধন্যবাদ সুন্দর একটা আর্টিকেল এর জন্য। আর এত সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য। সিপিএ তে নতুন দের অনেক কাজে আসবে। বিশেষ করে "যেভাবে আপনি অফার গুলো প্রোমট করবেন" এই অংশ টুকু অনেক বেশি কাজে আসবে। আমি আশা করবো এর পরে সিপিএ তে অ্যাডভান্স কিছু টিপস নিয়ে একটি আর্টিকেল লিখবেন যাতে আমরা নতুনরা কিছু অ্যাডভান্স কিছু শিখতে পারি। আর সিপিএ সম্পর্কিত আরো একটি আর্টিকেল দেখেছি পেশা হিসেবে সিপিএ মার্কেটিং
। আমি মনে করি এই আর্টিকেলটি আপনার ব্লগ এর রিডার দের আরও সাহায্য করবে ও উৎসাহ দিবে।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন
thank you for useful advise
অনেক সুন্দর ও তথ্য বহুল পোস্ট করছেন । অনলাইন ব্যবসা
Thanks buddy
thanks a lot
দারুণ হয়েছে আমার মতে অসাধারণ Nice vai
ভাই আমি এই আর্টিকেল থেকে আজকে যত কিছু জানতে পারলাম। ভাই আপনাকে কি বলবো অনেক উপকার করছেন। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই আর্টিকেল তার জন্য
ভাই আমি এই আর্টিকেল থেকে আজকে যত কিছু জানতে পারলাম। ভাই আপনাকে কি বলবো অনেক উপকার করছেন। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই আর্টিকেল তার জন্য
ভাই আমি এই আর্টিকেল থেকে আজকে যত কিছু জানতে পারলাম। ভাই আপনাকে কি বলবো অনেক উপকার করছেন। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই আর্টিকেল তার জন্য