বিকাশ (Bkash) হলো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস। এখন প্রায় সবারই একটি করে বিকাশ একাউন্ট আছে, কারন সকলেরই যখন তখন টাকা পয়সা লেনদেন করার দরকার পরে।
বিকাশ একাউন্ট খোলার কিছু সুবিধা গুলো হলোঃ
এছাড়া নতুন বিকাশ একাউন্ট খুললেই আপনি পেয়ে যাবেন নগদ ১০০৳ বোনাস। বোনাস পেতে নিচের লিংক থেকে বিকাশ এপটি ডাউনলোড করুন।
https://bka.sh/next?c=signup&uuid=C1HSV2IT1
আজই খুলে নিন একটি বিকাশ একাউন্ট।
বিকাশ (Bkash) একাউন্ট খোলা এখন খুবই সহজ। ডিজিটাল KYC সিস্টেম হওয়ায় মাত্র ৫ মিনিটেই বিকাশ একাউন্ট খোলা যায় এবং বিকাশ একাউন্ট খুলতে কোনো টাকা লাগে না।
বিকাশ একাউন্ট খুলতে তিনটি জিনিস প্রয়োজনঃ
একটি এন্ড্রয়েড মোবাইল ফোন।
যে নম্বরে বিকাশ একাউন্ট খুলতে চান সেটি।
আপনার NID (ন্যাশনাল আইডি) কার্ড।
নতুন বিকাশ একাউন্ট খুললেই আপনি পেয়ে যাবেন নগদ ১০০৳ বোনাস। বোনাস পেতে হলে আপনাকে নিচের লিংক থেকে বিকাশ এপটি ডাউনলোড করতে হবে। (নাহলে বোনাস পাবেন না)
https://bka.sh/next?c=signup&uuid=C1HSV2IT1
আসুন জেনে নিই বিকাশ একাউন্ট খোলার ধাপগুলো সম্পর্কে।
আপনার এন্ড্রয়েড / আইওএস ফোন থেকে নিচের লিংক এ গিয়ে বিকাশ (Bkash) এপটি ডাউনলোড করুন।
https://bka.sh/next?c=signup&uuid=C1HSV2IT1
এপ এর ভেতরে ঢুকে যে নম্বরটি তে বিকাশ একাউন্ট খুলতে চান সেটি প্রবেশ করান।
তারপর আপনার সিম টি কোন অপারেটর এর সেটি সিলেক্ট করুন। যেমনঃ বাংলালিংক, গ্রামীন।
এরপর আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি বিকাশ এপ এ প্রবেশ করান। এরপর কনফার্ম এ চাপুন।
এরপর আপনার জাতীয় পরিচয় পত্র (NID) এর সামনের অংশ ও পেছনের অংশের ছবি তুলতে হবে এপ এর ভেতর থেকে।
এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবেন, সেখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সেটি ঠিক করে দিন। এরপর পরবর্তি অপশনে যান।
এরপর আপনার লিঙ্গ, আয়ের উৎস, মাসিক আয় ও আপনার পেশা সিলেক্ট করুন এবং “পরবর্তি” তে ক্লিক করুন।
এরপর আপনার নিজের ছবি তুলতে হবে। ছবি তোলার সময় অবশ্যই চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং এপ এর ভেতরে নির্দিষ্ট ফ্রেম এর ভেতরে মুখটি রেখে তুলতে হবে।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার সকল তথ্য ভেরিফিকেশন হবার জন্য। ভেরিফিকেশন হয়ে গেলে “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করুন।
ব্যাস আপনার একাউন্ট খোলা হয়ে গেলো। এবার আপনাকে একটি পিন কোড সেট করতে হবে আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করার জন্য।
পিন কোড সেট করার জন্য মোবাইলের ডায়াল অপশনে যান এবং যে নম্বরে বিকাশ একাউন্ট খুলেছেন সে নম্বর থেকে *247# ডায়াল করুন।
এরপর 1 লিখে Send করুন।
এরপর আপনার পছন্দ মত ৫ সংখ্যার একটি পিন কোড বসান এবং Send করুন।
এরপর একই পিন কোড আবার বসিয়ে send করুন।
ব্যাস আপনার পিড কোড টি সেট হয়ে গেলো।
এবার আপনার বিকাশ একাউন্ট এ ঢোকার জন্য বিকাশ এপ এ যান। সেখান থেকে লগ ইন অপশনে যান।
এপর আপনার বিকাশ নম্বর টি বসান।
তারপর আপনার মোবাইল এ একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি বসান।
এরপর আপনার বিকাশ একাউন্ট এর জন্য যে ৫ সংখ্যার পিন সেট করেছেন সেটি বসান এবং “পরবর্তী” বাটন চাপুন।
এরপর আপনার নাম ও ছবি ইনপুট করতে বলবে, আপনি চাইলে এগুলো পরেও করতে পারবেন। পরে করার জন্য উপরে কোনায় “পরে করুন” লেখাতে চাপুন।
ব্যাস আপনি আপনার বিকাশ একাউন্ট এ ঢুকে গেলেন।
১০০ টাকা বোনাস পেতে আপনার একাউন্ট এ ১০০ টাকা ক্যাশ-ইন করুন যেকোনো বিকাশের দোকান থেকে। ক্যাশ-ইন হবার কিছুক্ষনের মধ্যেই আপনি পেয়ে যাবেন ১০০ টাকা বোনাস।
এছাড়া কোথাও না বুঝলে নিচের ভিডিওটি দেখুন।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।