BANGLADESH
Welcome to Detailsbd.com

নেটওয়ার্ক মার্কেটিং (Network marketing) কি? এর ইতিহাস, ট্রেনিং ও সফল হবার উপায়

Category - 
Rate this post
Network marketing বা MLM হচ্ছে এক ধরনের ডিরেক্ট সেলিং সিস্টেম যার মাধ্যমে ক্রেতা সরাসরি কোম্পানির কাছ থেকে পন্য ক্রয় করে মাঝখানের কোনো মাধ্যম ছাড়াই। এবং এ কারনে ক্রেতা পন্য টি কম দামে কিনতে পারে এবং কমিশন ও পায়।
 

MLM বা Multi Level Marketing বা Network marketing একই ব্যাপার। মূলত এটি এক ধরনের মার্কেটিং স্ট্র‍্যাটেজি যাকে অনেকে পিরামিড স্কিম এবং বাইনারি স্কিম ও বলে থাকে।

Network marketing (নেটওয়ার্ক মার্কেটিং) বা MLM business

 

ট্রেডিশনাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং এর পার্থক্য

ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একটি পন্য প্রথমে সাপ্লাইয়ার দের কাছে যায়, তারপর ডিলার এর কাছে যায়, তারপর ডিস্ট্রিবিউটর এর কাছে যায়, তার পর রিটেইলার এর কাছে যায় এবং সবশেষে যায় ক্রেতার কাছে।

আরও পড়ুন  বিটকয়েন কি? How to earn Bitcoin ?

এই সিস্টেমে কোম্পানি ও ক্রেতার মাঝখানে যতগুলো মাধ্যম আছে প্রত্যেকেই একটা নির্দিষ্ট সংখ্যক কমিশন পায়।

নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একটি পন্য সরাসরি ক্রেতার কাছে যায়, মাঝখানে আর কোনো মাধ্যম থাকে না। এর ফলে যত কমিশন পাবার কথা সব ওই ক্রেতাই পায়। ফলে ক্রেতা অনেক কম দামে প্রডাক্ট টি কিনতে পারে।

এই সিস্টেমে ক্রেতাই পন্যটিকে অন্যের কাছে মার্কেটিং করে থাকে, কারন ক্রেতার মাধ্যমে যদি অন্য কেউ পন্যটি কেনে তাহলে সে একটা কমিশন পাবে। এই জন্য এখানে ক্রেতাই হয়ে যায় ডিস্ট্রিবিউটর এবং মার্কেটার।

Network marketing বা MLM ভালো নাকি খারাপ?

নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা মার্কেটিং পদ্ধতি। এখানে ভালো খারাপ বিবেচনা করার সুযোগ নেই। আপনি যেই কোম্পানির পন্য নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করছেন তা যদি ভালো হয় এবং মানুষের উপকারে আসে তাহলে এটি অবশ্যই ভালো।

আরও পড়ুন  বিকাশ একাউন্ট খোলার নিয়ম - bkash app download

আর যদি আপনি এমন কোনো কোম্পানির সাথে কাজ করেন যাদের প্রডাক্ট মানুষের কোনো কাজে আসে না বা ক্ষতি করে তাহলে অবশ্যই সেটা খারাপ কাজ।

আসল কথা হচ্ছে আপনার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয় সে দিকটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তাহলে দিনশেষে আপনিও ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখতেও পারবেন।

Network marketing  বা MLM হালাল না হারাম?

দেখুন আমি আগেই বলেছি যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে শুধুমাত্র একটা পন্যের মার্কেটিং পদ্ধতি। পন্য বিক্রি করতে হলে আপনাকে মার্কেটিং করতেই হবে, যেমন বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার এই সবই মার্কেটিং এর একটা পদ্ধতি।

তেমনি ভাবে নেটওয়ার্ক মার্কেটিং ও একটা মার্কেটিং পদ্ধতি, তাই এখানে হালাল বা হারাম এর প্রশ্নই আসে না। আপনার পন্য যদি হালাল হয় তাহলে তার মার্কেটিং করাও হালাল।

আপনাকে দেখতে হবে যে কোম্পানির পন্য গুলো ভালো কিনা ও হালাল কিনা। কোম্পানি মানুষের সাথে প্রতারণা করছে কিনা। যদি সব ভালো হয় তাহলে এই পন্য আপনার জন্যেও হালাল এবং অন্যদের জন্যেও হালাল।

আরও পড়ুন  ইন্সুরেন্স / বীমা কি? Insurance company in bangladesh

নেটওয়ার্ক মার্কেটিং কি বৈধ?

বাংলাদেশ এ নেটওয়ার্ক মার্কেটিং অবৈধ ঘোষণা করা হয়েছিল তবে এখন আবার এর বৈধতা দেয়া হয়েছে কিন্তু কিছু বিধি নিষেধ করে দেয়া হয়েছে। তবে বর্তমানে সকল MLM কোম্পানি গুলোকে নিয়ম নিতিমালার আওতায় আনা হয়েছে, তাই এখন এই সেক্টর অনেকটাই সুরক্ষিত।

তবে ভারতে নেটওয়ার্ক মার্কেটিং বর্তমানে সম্পুর্ন বৈধ।

কোন Network marketing কোম্পানি তে জয়েন করব?

বাংলাদেশে অসংখ্য MLM কোম্পানি আছে যেমন vestige, forever living, nuskin, herbalife, ইত্যাদি। সব কোম্পানি ভালো না, আবার সব কোম্পানি খারাপও না।

আমি অন্য একটি আর্টিকেল এ বাংলাদেশের সব MLM কোম্পানি ও তাদের জয়েনিং প্রসেস ও সুযোগ সুবিধা নিয়ে লিখেছি। চাইলে নিচের লিংক থেকে দেখে আসতে পারেন।

এই আর্টিকেল টি এখানেই শেষ করছি, অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন হতে চান নাকি চান না ? সব ধরনের কমেন্ট করুন।

nothing in footer
 Share this post from here. 

Related Posts

One comment on “নেটওয়ার্ক মার্কেটিং (Network marketing) কি? এর ইতিহাস, ট্রেনিং ও সফল হবার উপায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram