ডাটা এন্ট্রি বলতে বোঝায় বিভিন্ন তথ্য ও উপাত্য কে একটা যায়গায় প্রবেশ করানো বা কালেকশন করা। মূলত কিছু নির্দিষ্ট সংখ্যক ডাটা বা তথ্যকে একটা ডিজিটালি এক জায়গায় রাখাকে ডাটা এন্ট্রি বলে।
ডাটা এন্ট্রি জব এখন আর নতুন কিছু না। দুনিয়াব্যাপি কম্পিউটার যেমন খুব দ্রুত এক অফিসিয়াল আত্যবশ্যকীয় ডিভাইস হয়ে দাড়িয়েছে , তেমনি ডাটা এন্ট্রি জব ও ঠিক একই পথ ধরে এগুচ্ছে।
তো অলরেডি যারা ডাটা এন্ট্রি কাজ করছেন,তাদের জন্য ডাটা এন্ট্রি জব এর ইন্ট্রুডাকশন আসলে একেবারেই হাস্যকর! কিন্তু এ সেক্টরে যারা আসার চিন্তা করছেন, অর্থাৎ নিউকামার তাদের জন্য কিন্তু ডাটা এন্ট্রি জব কি এবং কীভাবে এই জব থেকে টাকা আয় করা যায় এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তো প্রিয় পাঠক, আমাদের আজকের সেশন -ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি করে আয় শীর্ষক শিরোনামে চলুন তাহলে শুরু করা যাক ডাটা এন্ট্রির আদি অন্ত সবকিছু।
প্রথম এবং খুবই জরুরি প্রশ্ন, ডাটা এন্ট্রি আসলে কি! খুব সাধারণ ভাবে যদি বলি-ডাটা এন্ট্রি হলো কম্পিউটার ব্যবহার করে একটি সোর্স থেকে ডাটা আরেকটি সোর্চ এ টাইপ করা। ডাটা এন্ট্রি প্রফেশনাল যারা, তারা কম্পিউটার এবং ডাটা প্রসেসিং প্রোগ্রাম এর মাধ্যমে যেকোন ডাটাবেজ অথবা ডকুমেন্টেশন প্ল্যাটফর্মে কাঙ্ক্ষিত তথ্য কে প্রবেশ করায়। আরো সহজ করে বললে, ডাটা এন্ট্রি জব হলো যে কোন তথ্য টাইপ করা কোন ইলেকট্রনিক ফরম্যাট যেমন, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, অতজবা অন্যান্য বিশেষ কোন সফটওয়্যার এ।
ডাটা এন্ট্রি জবের উদাহরণ যদি দেখতে চান, ট্রান্সক্রাইবিং, কাস্টমারদের যে কোন তথ্য আপডেট, যে কোন ডাটা ইনপুট নিয়ে কাজ করা, এরকম আরো বহু রয়েছে।
ডাটা এন্ট্রির রয়েছে বিচিত্র সব প্রকারভেদ। অনলাইন বলেন অথবা অফ্লাইন বলেন সমস্ত ডাটা এন্ট্রির কাজ কে আমরা নিন্মোক্ত ভাবে কভার করতে পারি-
প্রশ্নটা একেবারে কমন,কি কোয়ালিফিকেশন অথবা এক্সেসরিজ লাগে এই জব টি করতে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন দেখি একজন ডাটা এন্ট্রি প্রফেশনাল এর ডিউটি অথবা রেসপনসেবলিটি গুলো কি কি-
মঝার ব্যাপার হলো এই জবের জন্য ম্যাক্সিমাম কোম্পানি আপনার কাছ থেকে কোন ফর্মাল এডুকেশনাল সার্টিফিকেট চাইবে না।তবে এটা ঠিক,প্রায় সমস্ত কোম্পানিই,ডাটা এন্ট্রি জবে আপনার ক্যাপাবিলিটি অথবা স্কিল টা দেখবে। আপনি যত বেশি স্কিলড জবেন, তত ইফেক্টিভলি আপনার ডাটা ইনপুট এর কাজ টি সম্পন্ন করতে পারবেন।
তো যা যা লাগবে এই কাজ করতে-
এবং নির্দিষ্ট সময়ে কাজ ডেলিভারি দেওয়ার এবং ক্লায়েন্ট এর ইন্সট্রাকশন যথাযথ ফলো করার মেন্টালিটি।
ডাটা এন্ট্রি জব কি,কীভাবে করবেন সব জানলেন কিন্তু যদি হাতে কাজ না পান,লাভ কি হলো! আজকের সেশনে আমি ৫ টি রিলায়েবল ডাটা এন্ট্রি জব পাওয়ার সাইট নিয়ে আলোচনা করবো যারা আপনাকে ওয়ার্ক ফ্রম হোম ফ্যাসিলিটি তে ডাটা এন্ট্রির জব টি অফার করবে।
বলা হয়ে থাকে আপওয়ার্ক হলো মিলিয়ন মিলিয়ন ফ্রিল্যান্সার দের কাজের যোগানদাতা ওয়েবসাইট। এখানে রয়েছে অসংখ্য জব প্রোভাইডার যারা ডাটা এন্ট্রির জন্য লোকজন খুঁজেন। আপনাকে প্রথমে যা করতে হবে,আপওয়ার্কে আপনার একাউন্ট এপ্রুভ করাতে হবে। এরপর আপনার ডিটেইলস আপনার প্রোফাইল এ এড করতে হবে।
আপওয়ার্ক এর পরেই আরেকটা বেস্ট ফ্রিল্যান্সার ওয়েবসাইট হলো ফাইবার। ফাইবারে ও অসংখ্য ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। ফাইবারে রয়েছে হাজার হাজার ক্লায়েন্ট যারা ঘন্টাভিত্তিক চুক্তিতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়। ফাইবারে জলদি একটা একাউন্ট খুলুন,এবং সুন্দর করে প্রফেশনাল, আই ক্যাচিং একটা গিগ বানান। আস্তে আস্তে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ পেতে শুরু করবেন।
ইল্যান্স ( Elance) ও একদম টপ ফ্রিল্যান্সার সাইটের মধ্যে অন্যতম। এখানেও ডাটা এন্ট্রি অপারেটর দের রয়েছে সুবিশাল কাজের সুযোগ।অনেক বড় বড় কোম্পানি এই সাইটের মাধ্যমে তাদের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়। এবং আপনি যদি সিনসিয়ারলি কাজ করেন, আপনার জব প্রোভাইডার আপনাকে হাই রেটিং দিবে যা কিনা খুন সহজেই পরবর্তী কাজ পেতে আপনাকে সাহায্যে করবে। তো প্রথমে আপনি লো বাজেট এ কাজ শুরু করতে পারেন এই সাইটে। কিছুদিনের ভেতর যখন আপনার পরিচিতি বেড়ে যাবে, বাজেট আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। বাজেট যাই নেন না কেন, কাজের কোয়ালিটি কিন্তু অবশ্যই হান্ড্রেড পারেসেন্ট মেইনটেইন করবেন।
ক্যাপচা এন্ট্রি সাইট গুলো তাদের ডাটা এন্ট্রি অপারেটর দের মান্থলি একটা মোটা অংকের টাকা ইনকাম করার সুযোগ দেয়। তবে এই কাজ করার পূর্বশর্ত হলো, আপনার টাইপিং স্পিড খুব ভালো হতে হবে। অসংখ্য ক্যাপচা এন্ট্রি জব প্রোভাইডার রয়েছে (যেমন, Kolotibablo,MegaTypers, Captcha Typers, ProTypers, Captcha2Cash, 2Captcha, Olinkgroup, VirtualBee, FastTypers,PixProfit ইত্যাদি)। আমি এখানে ১০টি ক্যাপচা এন্ট্রি সাইটের নাম বললাম। আপনি খুব সহজেই এইসব সাইটে সাইন আপ করে কাজ পেতে পারেন।
মাইক্রো সব সাইট গুলোতেও আপনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারেন।এবং এসব কোম্পানিগুলো খুব সহজ কাজের জন্যও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়, ফলে কম দক্ষতা সম্পন্ন লোকেরাও এইসব সাইটে আবেদন করতে পারে। ফাইবার অথবা আপওয়ার্কের মতন এইসব মাইক্রো জব সাইটে জব বিড করার কোন প্রয়োজনীয়তা নেই। তাই এখানে তুলনামূলক প্রতিযোগিতা কম,এবং আগে আসলে আগে ভিত্তিতে এই সাইট গুলোতে কাজ পাবেন।
যাই হোক,আপনি যদি জানেন কোথায় এবং কীভাবে আপনার কাঙ্ক্ষিত ডাটা এন্ট্রির জব টি পাওয়া যায়, আপনার জন্য এই প্রতিযোগিতা তেমন কোন বাধার সৃস্টি করবেনা আশা করি।
তো এই হলো আমাদের আজকের ডাটা এন্ট্রির সেশন! আশা করি কমেন্ট করে জানাবেন আরো কোন ইনফরমেশন এখানে ইনক্লুড করার দরকার আছে কিনা।
Detailsbd.com একটি মাল্টিনিশ বাংলা ব্লগ সাইট যেখানে মূলত ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, টেকনোলজি, ও পড়াশোনা রিলেটেড বিষয়বস্তু নিয়ে লেখা হয়। এটি শুরু করা হয় ২০১৮ সালের মে মাসের দিকে। এই সাইট টি আমার প্রথম ওয়েবসাইট তাই অনেক বাধা বিপত্তি সত্বেও আমি এই সাইটটিকে আমার কাছে রেখে দিয়েছি। আমার লেখা কোনো আর্টিকেল পড়ে যদি আপনাদের ভালো লাগে অথবা মন্দ লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
ভালো লাগলো পড়ে এবং অনেকটা পারি।
thank you ❤